শেরপুরের ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়
শেরপুরের ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে কাঁচা বাজারের শেডঘরে এ মতবিনিময় সভা করা হয়।

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মুখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।

এতে ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরে সঞ্চালনায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহসভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, কার্যনির্বাহী সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মনির আহমেদ, আবুল কালাম, ব্যবসায়ী ছমির আলী মল্লিক প্রমুখ।

এর আগে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।