নার্সদের কর্মবিরতি: উচ্চপদে পদায়নের দাবিতে ঝিনাইগাতীতে প্রতিবাদ

নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের বিভিন্ন উচ্চপদে যোগ্য নার্সদের পদায়নের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কর্মকর্তারা। 

নার্সদের কর্মবিরতি: উচ্চপদে পদায়নের দাবিতে ঝিনাইগাতীতে প্রতিবাদ

 

কর্মবিরতির সময় নার্স ইয়াছিন আরাফাত জানান, "আমাদের কর্মবিরতির মধ্যে ইমার্জেন্সি স্কোয়াড গঠন করেছি, যারা শ্বাসকষ্ট ও এক্সিডেন্টাল রোগীদের সেবা প্রদান করছে।" নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ঢাকা কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তাদের দাবিতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সিনিয়র নার্স স্বপ্না আক্তার জানান, "গত দেড় মাস ধরে আমাদের আন্দোলন চলছে। আমাদের একমাত্র দাবি হলো, উল্লিখিত পদগুলোতে যোগ্য নার্সদের পদায়ন।" তিনি বলেন, "স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ে প্রতিশ্রুতি থাকলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবাদে ফিরে আসতে বাধ্য হয়েছি।"

উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আনোয়ারা বেগম, দেলোয়ার হোসেন, মাজাহারুল ইসলাম, স্বপ্না আক্তারসহ অন্যান্য সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফরা।

এ ঘটনায় সমস্ত নার্সরা দাবি জানিয়েছেন তাদের স্বার্থ সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।