ঝিনাইগাতীতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনঃনির্মাণ সহ নদীতে বাধ সংস্কারের আহ্বান জানান এমপি রুবেল

ঝিনাইগাতীতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনঃনির্মাণ সহ নদীতে বাধ সংস্কারের আহ্বান জানান এমপি রুবেল
ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভয়াবহ বন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। 

বুধবার (৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও বাজার, জিয়ানগর, জিগাতলা, মেইলগেইট ও হলদীবাটা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি চার শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ৫০ হাজার টাকা অর্থ সহায়তা বিতরণ করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, মুড়ি, চিড়া, গুড়, তেল, পেঁয়াজ, আলু, স্যালাইন, গ্যাসলাইট, মোমবাতি এবং শিশুখাদ্য। 

বন্যাদুর্গত মানুষের উদ্দেশে তিনি ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। 

ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুউজ্জামান রাহাদ, সহ সভাপতি মাহফজুল হক মোল্ল্যা, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুবদলের আহ্বায়ক মাসুম বিল্ল্যাহ, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মমিন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় রুবেল বলেন, "এ বারের বন্যায় ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারী ত্রাণ অপ্রতুল। আমরা সাধ্য মতো অসহায় মানুষকে সহযোগিতা করছি।" তিনি ক্ষতিগ্রস্তদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনঃনির্মাণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাধ সংস্কারের আহ্বান জানান।