শেরপুরের শ্রীবরদিতে গোসাইপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
শ্রীবরদির ৫নং গোসাইপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গোসাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আব্দুল বারিক।
আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দলীয় শৃঙ্খলা রক্ষা এবং তা আরও দৃঢ় করার প্রয়োজনীয়তা। সকলেই এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন। তবে দলীয় শৃঙ্খলাভঙ্গকারী এবং বিশৃঙ্খলতায় লিপ্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আসন্ন জাতীয় নির্বাচনে শেরপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি ও গণমানুষের নেতা জনাব মাহমুদুল হক রুবেলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জনাব একেএম ফজলুল করিম, মোঃ মাহফুজুল হক (মাহফুজ) সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।