ঝিনাইগাতীতে মহানবী (সাঃ) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতীতে মহানবী (সাঃ) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ঝিনাইগাতীতে মহানবী (সাঃ) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শান্ত শিফাত: ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বাজারের আমতলীতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইগাতি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। বক্তারা প্রতিবাদী কণ্ঠে জানান, ভারতীয় পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটূক্তির সমর্থক বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবি জানান। 

বক্তারা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, "সারাবিশ্বের মুসলমানেরা যখন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছে, তখন ভারতীয় ক্ষমতাধররা সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত রয়েছে।" তারা হুঁশিয়ারি করে বলেন, "যদি সারা বিশ্বের মুসলমানদের প্রতি কোন অবমাননা করা হয়, তাহলে মুসলমানরা একত্রিত হয়ে প্রতিবাদ করবে।"

সমাবেশে উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্যরা, স্থানীয় মুসল্লী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সবার সম্মিলিত কণ্ঠে তারা মহানবী (সাঃ) এর প্রতি সমর্থন জানিয়ে অব্যাহত আন্দোলনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।