শ্রীবরদীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডা. সেরাজুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালিত

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. সেরাজুল হকের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ২৭ অক্টোবর, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এতিম ও অসহায়দের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোশাইপুর ইউনিয়নে আয়োজিত যুবদলের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন গোশাইপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সানোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক।
সভায় আরও বক্তব্য রাখেন গোশাইপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হামিদুল সরকারসহ ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে খড়িয়াকাজিরচর, গড়জরিপা, শ্রীবরদী সদর এবং তাতিহাটি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে যুবদল স্থানীয় জনগণের প্রতি তাদের সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ ঘটায়।