শেরপুরে শ্রমিক দলের কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শেরপুরে শ্রমিক দলের কমিটি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শান্ত শিফাত -স্টাফ রিপোর্টার :  ৩১ অক্টোবর রোজ বৃহস্পতিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় এক নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গেছে, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত আহমেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন স্বাক্ষরিত নতুন কমিটিতে সেলিম আহমেদ জীবনকে আহ্বায়ক এবং অনিক সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। তবে এ কমিটিতে সিনিয়র নেতাদের যথাযথ মর্যাদা না দেয়ার অভিযোগ তুলে বিরোধিতা করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লাসহ সিনিয়র নেতারা। 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে নবগঠিত কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হলে পদবঞ্চিত নেতাকর্মীরা তাতে হামলা চালান। ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহত আমিনুল ইসলাম ও আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংঘর্ষের পর শুক্রবার বিকালে এমদাদুল হক মোল্লার নেতৃত্বে পদবঞ্চিত নেতারা বিক্ষোভ মিছিল বের করেন এবং শেরপুর জেলা কমিটির সভাপতি শওকত আহমেদের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ তোলেন। তারা জানান, কমিটি বাতিল না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত আহমেদ বলেন, "পদবঞ্চিত নেতারা অযৌক্তিক অভিযোগ করছেন।" পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়।