শেরপুরে অবৈধ যানবাহন চলাচল বন্ধে যৌথ অভিযান, আটক ১৬ মোটরসাইকেল, ৩০ মামলা
শেরপুরে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ১৬টি মোটরসাইকেল আটক এবং ৩০টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়, এবং লাইসেন্সবিহীন ১৬টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়াও ১৪টি মোটরসাইকেলের চালকদের অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় শান্ত শিফাত ও মঞ্জুরুল ইসলাম নামের দুই তরুণ শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার পথে সেনাবাহিনীর তল্লাশিতে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন করেন, ফলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়। তারা দুজনই হেলমেট পরিধান করেছিলেন।
শেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, "সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকলে লাইসেন্সবিহীন চালকদের সংখ্যা কমবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে।"
অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক এবং শেরপুর ক্যাম্পের মেজর তাওসিফ বিন হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।