পার্বতীপুরে নারী সংবাদপত্র বিক্রেতা আনোয়ারা'র ইন্তেকাল

পার্বতীপুরে নারী সংবাদপত্র বিক্রেতা আনোয়ারা'র ইন্তেকাল

মেনহাজুল ইসলাম- ঝিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর পুরাতন বাজার (আব্বাসপাড়া) নিবাসী নারী সংবাদপত্র বিক্রেতা আনোয়ারা বেওয়া (৫৫) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫ টায় অসুস্থতাজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস সহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। 
তিনি ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংবাদপত্র বিক্রয়ের কাজে নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় বর্তমান এবং তৎকালীন সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম সরকার ও আব্দুল কাদির বিগত ৩০ বছরে সংবাদপত্র সরবরাহে তার অবদানের গুরুত্ব স্বীকার করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
আজ বাদ আসর আব্বাসপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র আলমগীর হোসেন (২৮) সহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।