শেরপুরের কৃতি সন্তান আশরাফুল হোসেন: শিক্ষকতা ও ক্রীড়া ধারাভাষ্যের এক উজ্জ্বল নক্ষত্র
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের কৃতী সন্তান জনাব আশরাফুল হোসেন একাধারে শিক্ষক ও প্রতিভাবান ধারাভাষ্যকার। তিনি ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় একজন সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক।
শিক্ষকতার মহান পেশার পাশাপাশি আশরাফুল হোসেন ক্রীড়াজগতে তার বিশেষ প্রতিভা দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অসাধারণ ধারাভাষ্যের আকর্ষণে হাজারো ক্রীড়াপ্রেমিক প্রতিটি ইভেন্টে ছুটে আসেন, তার কণ্ঠের জাদুতে মেতে ওঠে খেলার মাঠ। দর্শকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিংবা বসে তার ধারাভাষ্য শুনে মুগ্ধ হন। এমনকি যুবক থেকে বৃদ্ধ সকল বয়সের ক্রীড়া অনুরাগীদের মুখে শোনা যায়, "আশরাফুল হোসেনের ধারাভাষ্য ছাড়া যেন খেলার আমেজই জমে না।"
শেরপুরে কোথাও কোনো ক্রীড়া অনুষ্ঠান হলে আশরাফুল হোসেনের উপস্থিতি যেন আবশ্যিক। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে ধারাভাষ্যের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন, যা তার দক্ষতা ও শ্রমের মূল্যায়ন।
জনাব আশরাফুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এই মহান পেশা শিক্ষকতার পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে তার প্রতিভাকে ধরে রাখার চেষ্টা করছেন। ভবিষ্যতে শেরপুর জেলাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন যেন তিনি এই লক্ষ্যে সফল হতে পারেন।