শেরপুরে ছাত্র হত্যা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা

শেরপুরে ছাত্র হত্যা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা
আন্দোলনে নিহত শারদুল আশিষ সৌরভ

শান্ত শিফাত: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গাড়িচাপায় নিহত কলেজছাত্র শারদুল আশিষ সৌরভ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর সিআর আমলি আদালতে এই মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবী। মামলার শুনানি গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া এটি পূর্বের আরেকটি মামলার প্রতিবেদনের ওপর নির্ভর করে আদেশের জন্য রেখেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আল আমিন জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ আরও অনেককে।

এছাড়া পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগম, এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নামও এ মামলায় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, এর আগে সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে গত ২৭ আগস্ট একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক হুইপ আতিউর রহমান আতিকসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছিল।

সৌরভ হত্যার ঘটনায় দায়ের করা মামলাগুলো শেরপুরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আন্দোলনকারীরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।