উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়ক হওয়ার সম্ভাবনা

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়ক হওয়ার সম্ভাবনা

চেতনা ডেস্ক: উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দৈনিক সকালের চেতনা জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

গেল কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে, যে কোনো মুহূর্তে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে পারেন নাহিদ ইসলাম। তার সংগঠন বৈষম্যবিরোধী আন্দোলন থেকেও একাধিকবার এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিতি পান নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন।

ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন নাহিদ ইসলাম। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ছিলেন। এবার নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার খবরে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।